ফোঁটা ফুল তাঁরই যে মুকুল

ফোঁটা ফুল তাঁরই যে মুকুল

কাজী নুরুজামান-কলারোয়া (সাতক্ষীরাপ্রতিনিধি : সাধ্য আছে কাঁর তাঁকে রুখে দাঁড়াবার, ধরিয়াছে হাঁল তুলিয়াছি পাঁল, বৈঁইঠা হাঁতে যাএীরা হুশিয়ার, চাঁর পাশে রয়েছে হাঁইনার পিঁচ্ছাসের রক্ত চোঁখু মানুষের দল।আমাদের মাঁঝে আছে যে, কিছু বিশ্বাস ঘাঁতক মীর জাফর মীর কাশিম মুস্তাকের মত মানুষ নামের অমানুষের দল।
সেদিন করে ছিল বলে ক্ষমা, বাঙ্গালী জাতি হাঁরিয়েছে জাতির "পিতা“, আমি আজ সর্বহাঁরামৃত্যুর দুয়ারে দাঁড়িয়েছি বহুবার. পরোয়া করি না মৃত্যুকে আর, জাতির পিতার রক্তে গড়া সোনার বাংলা, এই জাতিই আমার সপরিবার, আগামী প্রজন্মের হাঁতে তুলে দিয়ে আমার অবসর শেষ খেঁয়া পাঁরাপাঁর।


কলারোয়া প্রতিঃ কাজী নুরুজামান বাবু

No comments

Powered by Blogger.