মাদক’কে না বলুন, মাদক মুক্ত দেশ গড়ুন

মাদককে না বলুনমাদক মুক্ত দেশ গড়ুন


কাজী নুরুজামান-কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : মাদককে না বলুনমাদক মুক্ত দেশ গড়ুনআবার ও শুরু হযরত আলীর গাঁজার ব্যবসা। দেশ জুড়ে চলছে মাদকের অভিযান,তবুও এক শ্রেনীর মানুষ আছে.যাদের জেলখানা শশুর বাড়ির মত? তার মধ্যে কলারোয়া পৌরসভাধীন তুলশীডাঙ্গা 1 নং ওয়ার্ডে একটি পরিবার দীর্ঘদিন মাদকের ব্যবসা করে যাচ্ছে।একাধীক মামলা রয়েছে, মোঃ হযরত আলী, তাঁর ছোট ভাই মোঃ আলিম, বোন জানু, এক কথায় সপরিবার। বিগত কিছু দিন আগের কথা, সাতক্ষীরা জেলায় মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের জন্য সুযোগ দেয়া হয়েছিল সাতক্ষীরা ষ্টুডিয়ামে কারো অজানা না, সয়ং বাংলাদেশ পুলিশ প্রধান আইজি পি জাবিদ পাটোয়ারী স্যার। এরা সবাই আত্মসমর্পণ করে ছিল, তাঁর পর কিছু দিন বন্ধ ছিল।আসলে জাত ব্যবসা তো এই জন্য ছাড়তে পারে না।গাজার ব্যবসা অল্প টাকায় কেনা আধিক টাকা বিক্রয়, তাই আবার ও শুরু হয়েছে.আইনের শক্ত অভিযান চলছে,সেহেতু একটু পলিছি করে চলছে।

আগে ছিল খুচরা পাইকারি, এখন পাইকারি চলছে অনলাইনে যুগ তো সব টাওয়ারেই পৌঁছে যাচ্ছে। গোপন সূত্রে জানতে পেলাম সর্ব নিন্ম (12) গ্রাম 500 শত টাকা, সুধী সমাজের মধ্যে এই একটি পরিবার যাদের জন্য ধবংস হচ্ছে যুব সমাজ, প্রসাশন কে তুক্কা করে না, তাঁহলে এভাবেই চলতে থাকবে, নিরবিকার প্রসাশন হার মেনে যাবে। কেউ কিছু বললে দা নিয়ে কুপাতে আসে বিগত দিনে এরকম কায্যক্রম আছে সেটা জনগণ সাক্ষী, সর্বপ্রথমে কলারোয়া থানার সুযোগ্য অফিসার ইনর্চাজ স্যার কে দৃষ্টি নন্দিত করি এবং উদ্ধার্তন কর্মকর্তার নির্দেশে জরুরী ভিত্তি তে আইনের কঠোর অবস্থান জারী করবেন।আইনের কাছে অপশাসন মূল্যহীন.কলারোয়া পৌরবাসীর প্রাণের দাবী অচিরেই নিরমূল হবে আইনের একটু হস্তক্ষেপে।


কলারোয়া প্রতিঃ কাজী নুরুজামান বাবু

No comments

Powered by Blogger.