সরকার প্রিয়া সাহার কোন ব্যবস্থা নিলেন না
কাজী নুরুজামান-কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : প্রিয়া সাহার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি বাংলাদেশ সরকার, নিবে কিনা তাও জানিনা, আজ যদি কোন বাঙ্গালী এমন ভাবে বিচার দিত,বিচার দেওয়া লাগত না, শুধু হিন্দুরা মুসলিমদেরকে গন খু-------_--------ন
করতেছে বলতেই, মুসলিমদেরকে গন গ্রেপ্তার, গন পিটুনি শুরু হয়ে যেত, আর আজ হিন্দুরা রাষ্ট্র বিরোধী কথা বলছে, তাও দেশের বাইরে গিয়ে, অথচ এর কোন বিচার হচ্ছে না, একটি মুসলিম রাষ্ট্র হয়ে। তা চরম ঘৃনায় পরিনত হয়েছে।
নিন্দা জানাই, এই আইনকে, ঘৃণ্য করছি এমন আইনকে, আজ মনে হচ্ছে নিজের জীবন নিজে দিয়ে দিই এমন মিথ্যাচারের জন্য, এমন আইনের জন্য, আজ ভাবছি আমরা বাংলার মুসলিমরা কোন মুসলিম রাষ্ট্রে ভাষ করছি।
কলারোয়া প্রতিঃ কাজী নুরুজামান বাবু।
No comments