কলারোয়া উপজেলা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পদক হঠাৎ আক্রমনের স্বীকার, গুরুতর জখম
কলারোয়া উপজেলা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পদক হঠাৎ আক্রমনের স্বীকার, গুরুতর জখম
কাজী নুরুজামান-কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়া পঃপৌর আওয়ামী
লীগের সাধারণ সম্পদক শহিদুল ইসলাম দলীয় কোন্দলে সন্ত্রাসীদের পরিকল্পিত হামলার স্বীকার, এ হামলার সাথে জড়িত বাঁদীর উক্তি, আজিজুল ইসলাম,
উপঃ পৌর আওয়ামী লীগ সভাপতি কলারোয়া থানায় একটি অভিযোগ দাখিল করেছে, পর্যায়ক্রমে মামলার প্রক্রিয়া চলছে। অদ্য বিষয়ের সার্বিক তদন্তে সাপেক্ষ জানতে চাইলে বিবাদী এ বিষয়ে সুস্পষ্ট জানিয়েছেন, সে এই বিষয়ে কিছুই জানেন না।
আইনের আওতায় সঠিকতর তদন্ত পূর্বক ব্যবস্থা নিবেন, আইন সবার জন্য সমান। অপরাধী যে বা যাঁহারা হোক, কঠোর হস্তে দমন হবে বলে মনে করি। এই শএুতা নাকী নৌকা প্রতিকে ভোট করে ছিল, উদ্ধর্তন কর্তিপক্ষের দৃষ্টিপাত কামনা করি ও আইনের আওতায় সঠিক বিচারের দাবী জানায়।
কলারোয়া প্রতিঃ কাজী নুরুজামান বাবু।
No comments