সোনাবাড়ীয়া মিষ্টি দোকানে অভিনব কায়দায় চলছে মাদক ব্যবসা

সোনাবাড়ীয়া মিষ্টি দোকানে অভিনব কায়দায় চলছে মাদক ব্যবসা

কাজী নুরুজামান-কলারোয়া (সাতক্ষীরাপ্রতিনিধি : সোনাবাড়ীয়া মিষ্টি দোকানে অভিনব কায়দায় চলছে মাদক ব্যবসা। এই সেই পিচ্ছি পলাশ দীঘ্ দিন ধরে চালিয়ে যাচ্ছে মাদকের ব্যবসা, বিভিন্ন জায়গা থেকে মিষ্টি কেনার নাম করে আসে এখানে। পলাশ নিজেই ইয়াবা মাদক সেবন কারি, বিগত দিনে অনেক রিপোর্ট তাঁর নামে। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি এবং মাদক আইনে আওতায় ব্যবস্থা নিতে আকুতি জানাই।


কলারোয়া প্রতিঃ কাজী নুরুজামান বাবু



No comments

Powered by Blogger.