চাউল বিতারণ ইসূ করে ছয় নং ওয়ার্ড কাউন্সিঃ টেবিল ভাঙ্গল প্যানেল মেয়রের।
চাউল বিতারণ ইসূ করে ছয় নং ওয়ার্ড কাউন্সিঃ টেবিল ভাঙ্গল প্যানেল মেয়রের।
কাজী নুরুজামান-কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : আজ বিকাল ৫টার
দিকেরোজ বৃহস্পতিবার তাং৮/৮/২০১৯ ঈদ
উপঃ চাউল বিতারণ কেন্দ্র করে ইসূ ভিত্তিক ছোট খাটো বিশ্রিঙ্খলা সৃষ্টি হয়,এক পর্যায়ে
প্যানেল মেয়রের অফিস কক্ষে উপজেলা চেয়ারম্যান উপস্হিতে আলফাজ উদ্দিন ৬নং ওয়ার্ড কাউন্সিলার উত্তেজিত হয়ে অকত্থ্য ভাষায় কথা বলা শুরু করেন, এক পর্যায়ে টেবিল
চাঁপড়ে টেবিল ভেঙ্গে ফেলেন, প্রতিবাদে এক সাংবাদিক কে
দেড় শত টাকার সাংবাদিক
বলে অবানচিত ঘোষণা করেন, তূরুটি বিচ্যুত হতে পারে তাঁর জন্য এক জন কাউন্সিলারের দৌরত্ব্য দেখে তাঁর
মুভমেন্ট দেখে মনে হয় অল ইন অল সেই,
আইনের দৃষ্টিপটকরি, গণ মাধ্যমে যাঁরা
জীবন বাজী রেখে কাজ করে যাচেছ, তাঁহারা সবাই কি মূল্যহীন এক শত টাকা
দাম মাএ, এবং এক জন উপজেলা
চেয়ারম্যান উপস্থিতিতে
এক জন প্যানেল মেয়রের
টেবিল ভাঙ্গার
দুঃসাহস কি করে পেল,
দেশে আইন কানুন নিয়ম নীতি মনে হয় উঁঠে গেছে? এটা যদি আইনের আওতায় আসে, তদন্ত পূর্বক ব্যবস্থা নিতে আইনে হস্তক্ষেপ কামনা করছি।
কলারোয়া প্রতিঃ কাজী নুরুজামান বাবু।
No comments