স্যার অনিয়ম দুর্নীতি হচ্ছে প্রতিনিয়ত

স্যার অনিয়ম দুর্নীতি হচ্ছে প্রতিনিয়ত


কাজী নুরুজামান-কলারোয়া (সাতক্ষীরাপ্রতিনিধি : স্যার অনিয়ম দুর্নীতি হচ্ছে প্রতিনিয়ত, কৃষকের কাছ থেকে ধান ক্রয় হচ্ছে ২৫% বাঁকী সব কৃষকের কৃষি কার্ড বিক্রয় হচ্ছে, দুই শত থেকে তিন শত টাকা, ইউনিয়নের নেতারা তারা বিক্রয় করছে আড়ৎ দারের কাছে ৫০০টাকা, টাকা উত্তলনের সময় কৃষকের ব্যাংক একাউন্টের মাধ্যমে ধরা ছোঁয়ার বাইরে, এসকল কিছু মেকানিজম করছেন খাদ্য গুদামের ওসি লেষ্টডি, তিনি কমিশন নিচ্ছেন কার্ড প্রতি ১০০টাকা এভাবেই চলছে কৃষকের বাড়ীতে যেয়ে ধান ক্রয়। আর চাউলের হিসাব সেটার পলিসি ধান নিচ্ছে খাদ্য গুদাম থেকে মিলার মালিকরা যত সব বিএপির জামাত পন্থী মালিকরা, ভাল ফ্রেশ ধান চাউল দিচ্ছে কম দামী ধানের, যার গ্রেড পয়েন্ট সঠিকতর নয়, সেহেতু সেখানে গুদামের অফিসারের দিতে হচ্ছে % এভাবেই প্রতেকটি থানা জেলা বিভাগ, উপজেলা ভিত্তিক গুদাম গুলো নিয়ন্ত্রণ করছে উপজেলা চেয়ারম্যান, বেঁশী যে বুঝতে গেলে করছে দুরনাম গুদামের অফিসারের বিরুদ্ধে, হচ্ছে বদলি, এর নিরমূল কখনো সম্ভাব হবে না। অসহায় অফিসাররা কিছুই করার নাই নেতাদয় জিম্মি, প্রত্যেক টি বিভাগ
হাতে গোনা কিছু সংখক সৎ অফিসার আছে, তাঁদের জন্য টিকে আছে কিছু অংশ
গরীবের দুয়ারে পৌঁছায়


কলারোয়া প্রতিঃ কাজী নুরুজামান বাবু

No comments

Powered by Blogger.