জুতা ব্যবসায়ী সালাম মেম্বার, ফেনসিডিল ইয়াবার ডিলার
জুতা ব্যবসায়ী সালাম মেম্বার, ফেনসিডিল ইয়াবার ডিলার
কাজী নুরুজামান-কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়া পৌরসভাধীন বাজারে জেলা পরিষদ মার্কেট সংল্গন জুতার দোকান, দীর্ঘ দিন ধরে চালিয়ে যাচ্ছে মাদকের কারবার, প্রায় দুই যুগ।বিগত কিছু দিন আগে গোপন সূএে খবর পেঁয়ে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মহোদয় বিশেষ ফোর্স ডি.বি. জুতার দোকানে
অভিযান চালিয়ে বেশ কিছু ফেনসিডিল উদ্ধার করেন, কিছু দিন কারাগারে থাকার পর বাড়ি ফিরে আবারও
শুরু করেছেন। বাজারে কিছু বন্ধু বান্ধ আছে এবং ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে যাঁহারা প্রত্যহ সেবন করে, তাহারা সন্মানী ব্যক্তি খোটিতে যেতে পারেন না, তাদের জন্য এক মাএ ভরসা
সালাম মেম্বার, এটাই শেষ নয় সপ্তাহে এক থেকে দুই
বার ঢাকাতে মাল পাঠান সম্ভাব্য এ কে ট্রাভে্ল
পরিবহন কাউন্টারে আসে পাঁশে ৮টা থেকে ৯টার দিকে তাঁকে দেখা যায়, তার মালামাল বহনের এবং খুচরা বিক্রয় করার জন্য আছে তার গ্রামের মসলেম আলী ওরফে কালো মসলেম ও তার সহধর্মীনি পাশে
আছে রুস্তোম আলী, কিছু দিন আগে ১০ বোতল ফেনসিডিল
সহ হাতে নাতে তার বাড়ী থেকে ধরা পড়ে, বর্তমানে সাতক্ষীরা কারাগারে মাদকদ্রব্য আইনে আটক আছে, গ্রামের ৭৫%মানুষ চাই
এই সম্রাট সালাম মেম্বার আটক হলে উপযুক্ত শাস্তি হলে গ্রামের যুব সমাজ রক্ষা পাবে, সংখ্যাই অনেক ভাই তাই তাদের দৌরত্ব্য হুমকির মুখে কেউ সাহস পাই না, হেলাতলা ইউনিয়ন এর ওয়ার্ড শুমঙ্গর
কাটী এখানে ছোট খাটো একটা মোড় অবস্থান হয়েছে, এই মোড় টিতে
কেরামবোড আছে যে বোড গুলোতে
চলে জুয়া নাম করণ হয় বেড মানা
মানী খাওয়া খায়ী। অনেক রাত পর্যান্ত খেলা চলে, শুধু তাই না, পাঁশে আগান বাগানে চলে তাশের বোর্ড, তদন্ত করে ব্যবস্থা নেয়া অতি জরুরী, আরও অনেক ব্যবসায়ী আছে যাদের মুখোশ খুলে আইনের দৃষ্টিপট হবে। সাতক্ষীরা পুলিশ সুপার মহোদয় ও কলারোয়া থানার
দায়িত্ব প্রাপ্ত অফিসার ইনচার্জ যিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং কঠোর অন্যায়ের প্রতি কোন সুপারীশ মাদকের সকল আঁকড়া নিশ্চিন্ন করে যাচ্ছেন টাকা দিয়ে যাকে কেউ কিনতে পারেন না, তার দৃষ্টিনন্দিত হলে অল্প সময়ে নিরমূল হবে ইনশাল্লাহ, গ্রাম বাসীর দাবী ও আকুতি আইনের
শক্ত হাতে দমন হবে এটাই আশাবাদী।
কলারোয়া প্রতিঃ কাজী নুরুজামান বাবু।
No comments