আমরা কেন পারিনা সহানুভূতিশীল হতে?

আমরা কেন পারিনা সহানুভূতিশীল হতে?

কাজী নুরুজামান-কলারোয়া (সাতক্ষীরাপ্রতিনিধি : আমরা কি পারি না একটু সহানুভূতিশীল হতে। 
কেউ যদি ভাল কিছু করতে চাঁইলে অনুপ্রেরণা যোগাতে, উৎসাহীত করতে সাহস যোগাতে, জনদরদি জননেএী উনঃ ধাঁরায় সমাজের কাজে লাগাতে।
তাচ্ছিল্য করে অবগ্যা করে দূরে ঠেঁলে দিয়ে, ভাল কিছুর থেকে সমাজের কাজের গতিপথ বাঁড়াতে।
দেশটা আমাদের সবার
ধনিব্যক্তি আর গরীব এটাই
ভেদাভেদ।
কেন ভূলে যায়? একই জায়গা একই কাঁপড়।

কলারোয়া প্রতিঃ কাজী নুরুজামান বাবু

No comments

Powered by Blogger.