শোকাহত মাস সূচনা লগ্নে প্রথমা দিন


শোকাহত মাস সূচনা লগ্নে প্রথম দিন


কাজী নুরুজামান-কলারোয়া (সাতক্ষীরাপ্রতিনিধি : আসছে ধেঁয়ে কাল রাএী ১৫ই আগষ্ট শোকাবহ সেই দিন, জাতির জীবনে একটি অধ্যয়, যাঁকে চেঁয়ে ছিল মুছে ফেলতে, আল বদর মীর জাফরের দল, তাঁরা জানে না বাংলার বুকে লেখা যে নাম, সাধ্য আছে কার তাঁকে রুখে দাঁড়াবার, কে বলে মুজিব নাঁই, মুজিব সারা বাংলায়, একটি মুজিব ঘরে ঘরে. লাকো মুজিব যুগান্তরে।


কলারোয়া আওমী যুবলীগের নেতৃত্বে শোকাহত মাস ঘিঁরে কর্মসূচী, কাঙ্খিত আজ পহেলা আগষ্ট বৃহস্পতিবার বেলা ৩টায়, আগষ্টের প্রথম সূচী মিছিল সমাবেশ কর্মসূচী, কলাঃ উপজেলা



আওমীঃ সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, যুবলীগের সভাপতি বর্তমান উপঃ পরিঃ ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, সাধাঃ সম্পদক তুহিন সোনাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মুনিরুল ইসলাম, কয়লা ইউপি চেয়ারম্যান ইমরান হোসেন সহ ১২টি ইউঃ চেয়ারম্যান সবার উপস্থিতি নেতা কর্মী বাজার প্রদক্ষিণ শেষে বাঁকী দিনের কর্মসূচী সিদ্ধান্ত ধার্য ঘোষনা করে আজকের কর্মসূচী শেষ করা হয়েছে।

কলারোয়া প্রতিঃ কাজী নুরুজামান বাবু

No comments

Powered by Blogger.