শোকাহত ১৫ই আগষ্ট মর্মাহত কালোছাঁয়া জাতির জীবনে কাল রাএী

শোকাহত ১৫ই আগষ্ট মর্মাহত কালোছাঁয়া জাতির জীবনে কাল রাএী

কাজী নুরুজামান-কলারোয়া (সাতক্ষীরাপ্রতিনিধি : কলারোয়া খাদ্য গুদামের
ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর ইসলাম মোড়ল,রোজ শুক্রবার তাং ৯..২০১৯ আসছে আগামী ১৫ই আগষ্ট স্বরর্ণে, বাণী. ইতিহাসের সেই লিপিবদ্ধ কাল রাএী স্বরণে শিউরে উঠে বাঙ্গালীর অন্তর, ভুলা যাবে না কখনও, জাতির পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবের জীবনের কালরাএী. রক্তক্ষয়ী নরপিশাচ মীর জাফর যাঁদের ক্ষমা করে ভূলের মাসুল স্বরুপ প্রাপ্য. সপরিবার বুলেটের দাঁবা নলেওরা ভেবে ছিল বাংলার বুক থেকে মুজিব নামটি মুছে ফেলবে চিরতরে, ওরা জানতো না,মুজিবের মৃত্যু হবে না বাঙ্গালীর বুক থেকে, পারেনি পাকহানাদার পূর্ব পাকিস্তান উদ্ধ ভাষা কায়েম করতে, জ্বালাময়ী সেই ভাষন এক ডাঁকে ঝাঁপিয়ে পড়ে ছিল বাংলা মায়ের দাঁমাল বীর সন্তান, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত মাতৃ ভাষা গণতন্ত্র স্বাধীনতা উঁডিয়ে ছিল লাল সবুজের পাতাকা, তাঁর মাঁঝে মিশে আছে একটি নাম জাতির পিতা বঙ্ক বন্ধু শেখ মুজিবুর রহমান, বিফলে যায়নি মুক্তি যোদ্ধার চেতনা,কলঙ্কিত হয়নি পরজিত হয়নি মুক্তি যোদ্ধার তাঁজা প্রাণ,যাদের নাম স্বর্ণ অক্ষরে লেখা ইতিহাসের পাতা জুড়ে রফিক সালাম বরকত আরও অনেকে, উপওয়ালা সবই পারেন. তাঁর ইশ্বারায় একটি প্রদ্বীপ জ্বালীয়ে রেখে ছিলেন ছোট্র হাঁসুকে.আজ সেই হাঁসু মৃত্যু যাকে স্পশ্ করেনি ১৯ বার মৃত্যুর দোয়ার থেকে ফিরে এসেছে নিরর্মম নির্যাতন উপেক্ষা করে বিশ্ববাসীর দোয়ারে পৌঁছে দিয়েছে ছিন্নভিন্ন বাংলাদেশ কে বিচার করেছে সেই ঘাঁতকদের গোলাম আযম সহ অনেকে, এখন রয়েগেছে কিছু অংশ. তাঁদের বিচার হবে ইনশাল্লাহ এই বাংলার মাটিতে। যাঁকে স্বরর্ণে লিখতে গেলে শেষ হবে না, মুজিব তোমারে নাই মুজিব সারা বাংলায়, একটি মুজিব ঘরে ঘরে লক্ষ মুজিব যুগান্তরে, হাসিনা তোমার কিসের ভয়? তোমার পিতা মাতা ছোট্র রাসেল হাঁরায় নাই, আমরা আছি তোমার ভাই, দেখ চেঁয়ে হাজারও মা তোমার আর্শীবাদে অশ্রুসিক্ত প্রার্থনায়। এই আগষ্ট কালো ছাঁয়া জাতির ব্যথা রবে অন্তরাই।



কলারোয়া প্রতিঃ কাজী নুরুজামান বাবু

No comments

Powered by Blogger.